ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: বেসরকারি মানব কল্যাণ সংস্হা ডুমুরিয়া ফাউন্ডেশন উদ্যোগে হত দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কম্বল বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন ডুুুমুরিয়া ফাউন্ডেশন খর্ণিয়া ইউনিয়ন শাখা কমিটির আহবায়ক এস এম নুরুল ইসলাম।সংগঠেন যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র এপিএস ও যুবলীগ নেতা সমীর কুমার দে গোরা।
বিশেষ অতিথি ছিলেন খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাননেজিং কমিটির সভাপতি সমাজ সেবক আফরোজা খানম মিতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মুখার্জি। আরো উপস্হিত ছিলেন সংগঠনের সদস্য রমেন বিশ্বাস, প্রভাত মল্লিক,শিবপুদ গাইন,অমল দেবনাথ, পবিত্র মল্লিক, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক জাহিদুর রহমান, সমারেশ মন্ডল প্রমূখ। প্রসঙ্গত, ডুমুুুরিয়া ফাউন্ডডেশন ডুমুুুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচি হাতেে নিয়েছে।
(1)