ডুমুরিয়ায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও আ’লীগ নেতা ডঃ মাহাবু-উল ইসলাম শনিবার দিনব্যাপি উপজেলার শোভনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন।
তিনি শোভনা পশ্চিম পাড়া, জিয়েলতলা, বলাবুনিয়া,কাকমারী, গাবতলা, বাগআচড়া, বাদুরগাছা, চিংড়া উত্তর পাড়া, চিংড়া দক্ষিণ পাড়া, মলমলিয়া, বালিখোলা, শোভনা গোডাউন সহ বিভিন্ন এলাকায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
সাথে ছিলেন আ’লীগ নেতা কাজী জসিস উদ্দিন মুক্ত, শেখ মুজিবুর রহমান, মাসুদ রানা, খাজা আব্দুল মজিদ, আঃ জব্বার, সাগর খলিফা, টুটুল শেখ, ওলিয়ার রহমান, মিল্টন সানা, আশরাফ শেখ, মঈদ শেখ, সবুর ফকির, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ, লিওন মন্ডল, তানবির আহম্মেদ, শাহাজালাল মোল্যা প্রমুখ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(14)