ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী হুমায়ুন কবির বুলু’র ওপেন হার্ট সার্জারীর জন্যে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আশু রোগমুক্তি ও সুস্হতা কামনা করে পরিবারের পক্ষ হতে ইউনিয়ন বাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু কো গত ২৩ অক্টোবর তারিখে হার্টের সমস্যা জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারী পরীক্ষায় হার্টের ব্লক ধরা পড়ে।ডাক্তারের পরামর্শে আজ বেলা ১২ টার দিকে তার ওপেন হার্ট সার্জারীর জন্যে ওটি তে নেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন চলছিলো। এদিকে চেয়ারম্যানের সুস্হতা এবং রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
(2)