ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোল্যা আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষিকা কনিকা মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্যদেন, সহকারী শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার, উপজেলা আ’লীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন, সমাজ সেবক নাজমুল হোসেন জোয়ার্দ্দার।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন-শিক্ষক, অনন্ত কুমার কুন্ডু, মোঃ ইলিয়াজ মোড়ল, প্রীতিলতা রায়, আইরিন ইসলাম অর্পন, সুনীল মন্ডল, শেখ হুমায়ুন কবির, সেলিম হালদার, সুরাইয়া নাসরিন, টি এম জামিল আকতার, মুক্তা রানী মন্ডল, অভিভাবক সদস্য গাজী আব্দুল আজিজ, অনুপম রাহা, মনিরুল ইসলাম মোল্যা, পান্না বেগম, কোহিনুর রহমান ও আসমা বেজা প্রমুখ।
বক্তৃতা শেষে আসন্ত্রিত অতিথিবৃন্দরা খেলার মাঠে কবুতর, বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ছেলেরা বালক লম্বা লাফ, উচ্চ লাফ, ২০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধ ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড় এবং মেয়েরা বালিকা লম্বা লাফ, উচ্চ লাফ, বিভিন্ন প্রকারের দৌড় ও দড়ি লাফ খেলা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বুধবার বিকেলে কবিতা-আবৃতি, সংগীত, পল্লীগীতি, নৃত্য ও যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠন সম্পন্ন হবে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)