বিশিষ্ট অর্থনীতিবিদ ও আ’লীগ নেতা ড. মাহাবুব উল ইসলাম শনিবার দিন ব্যাপী ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজার, গোলনা, হাজিডাঙ্গা, সাজিয়াড়া, আঃ ডুমুরিয়া. কাটাখালী, খলশী, মির্জাপুর, আঃ সাজিয়াড়া ও দক্ষিণ ডুমুরিয়া এলাকায় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ও দলীয় নেতা কর্মীদের সাথে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় তার সাথে ছিলেন আ’লীগ নেতা কাজী জসিম উদ্দিন মুক্ত, শেখ মুজিবুর রহমান,ইসলাম কাজী, খাজা আব্দুল মজিদ, শেখ মাসুদ রানা, আঃ জব্বার, সাগর খলিফা, শেখ ওলিয়ার, সবুর ফকির, মিল্টন সানা, নাইম শেখ, সোহেল সরদার, ইয়াছিন শেখ, অভি সরদার, ইমরান ফারাজী, তানভির আহম্মেদ, দয়াল মন্ডল, কামরুল শেখ, কাজী হাসান প্রমুখ।
পরে তিনি আরাজী সাজিয়াড়া গ্রামের শামছুর বিশ্বাসের ছেলে অসুস্থ মুজিবর বিশ্বাসের চিকিৎসার জন্য ৩ হাজার টাকা অনুদান প্রদান করেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)