ডুমুরিয়ায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম। শুক্রবার দিনব্যাপী উপজেলার মাগুরখালী ও শোভনা ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন।
এ সময় তিনি মাদারতলা, বারুইকাটী, বাগআচড়া, বাদুরগাছি, বৈঠাহারা, গজালিয়া, খোরেরাবাদ, কাঞ্চননগর, চন্ডিপুর, শিবনগর, কাঠলিয়া সহ বিভিন্ন এলাকায় জান।
এ সময়ে তার সাথে ছিলেন আ’লীগ নেতা কাজী জসিম উদ্দিন মুক্ত, শেখ মুজিবুর রহমান, কামরুজ্জামান টিপু, কাজি আব্দুল মজিদ, কামরুল ইসলাম, স.ম সিদ্দিকুর রহমান, ইসলাম কাজী, শেখ মাসুদ রানা, আব্দুল জব্বার, সাগর খলিফা, টুটুল শেখ, ওলিয়ার রহমান, আশরাফ হোসেন, মঈন শেখ, অভিজিৎ সরদার, মিল্টন সানা, সবুর, ইয়াছিন শেখ, কাজী হাসান প্রমুখ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)