ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান। তিনি সদ্যবিদায়ী বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত জুলাই মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রণয় কুমার ভার্মার নিয়োগের বিষয়টি জানায়। বাংলাদেশে দায়িত্ব পালন করতে যাওয়া ভারতের এ নতুন হাইকমিশনার এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করবেন প্রণয় কুমার।
কবে পরিচয়পত্র পেশ করবেন তিনি- জানতে চাইলে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, এখনও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিনক্ষণ নিশ্চিতের অপেক্ষায় রয়েছে ভারতীয় হাইকমিশন।
(7)