তিনি আশংকা জনক অবস্থায় ঢাকার গ্রীণল্যান্ড হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মত্যু বরণ করেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। নিহত পিযুষ উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঁটিপাড়া গ্রামের কৃষ্ণ গোপাল দাশের ছেলে।
প্রতিবেশী মনোজ দাশ জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বিসিএস পরীক্ষা শেষে ফেরার পথে সংসদ ভবন এলাকায় রোড ক্রসিং করার সময় একটি সিএনজি পিযুষকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় গ্রীণল্যান্ড হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যু বরণ করে। পরিবারের লোকজন তার মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে এ প্রতিবেশী জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(294)