ঢাকায় যানজট নিরসনে ২০১৯ সালেই যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে ২০২০ সালের মধ্যেই রাজধানীতে পুরোদমে মেট্রোরেল চালু করবে সরকার।
এখন চলছে ইউটিলিটি সার্ভের কাজ। ২০১৯ সালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার পথে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত বাজেটে প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী দ্রুত বাস্তবভিত্তিক কাজ করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের।
যানজট নিরসনে স্ট্যাটিজিক ট্রান্সপোর্ট প্লান এসটিপির অধীনে ২০১২ সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো সিক্স প্রকল্পটি। আর সংসদে পাশ হয় চলতি বছরের জানুয়ারিতে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালে।
তবে ২০১৯ এ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এরই মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ শেষ হয়েছে বেশ কিছু জরিপকাজ। আর এখন নির্দিষ্ট দূরত্বে মাটি খুঁড়ে পরীক্ষা করা হচ্ছে লাইনের নকশা বরাবর কোন সেবা সংস্থার লাইন গিয়েছে কিনা।
সড়ক বিভাজনের ওপর নির্মাণ করা হবে উড়াল রেলপথ। উভয় দিকে ঘণ্টায় যাতায়াত করতে পারবে ষাট হাজার যাত্রী। রাজধানীর উত্তরা থেকে মিরপুর, ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩৭ মিনিট।
এদিকে নির্ধারিত বাজেট নির্দিষ্ট সময়ে কাজ করতে হলে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কাজ এগিয়ে নিতে হবে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম সালেহউদ্দিনের।
প্রকল্প ব্যয়ের ২২ হাজার কোটি টাকার মধ্যে ১৬ হাজার ৫শ’ ৯৫ কোটি টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছে জাইকা। আর বাকি ৫ হাজার ৩শ’ ৯০ কোটি টাকার যোগান দেবে সরকার।
(0)