বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ঢাকায় যাবে কিনা- তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
নিরাপত্তার আশংকায় অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এই ম্যাচটি অন্য কোন দেশে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সেই প্রস্তাব নাকচ করে দেয়।
অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান ডেভিড গ্যালপকে উদ্ধৃত করে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে, তাদের এই প্রস্তাব ফিফা প্রত্যাখ্যান করার পর তারা বিষয়টি ফিফার নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির কাছে জানিয়েছে।
তিনি বলেছেন, “বিকল্প কোন দেশে এই ম্যাচ করার সুযোগ আছে। কিন্তু ফিফা এখনো পর্যন্ত এরকম কোন বিকল্প ভেন্যুর ব্যাপারে রাজী হয়নি।“
তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন নিয়মিত যোগাযোগ রাখছে অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড, ফিফা, এশিয়ান ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। তিনি বলেন, এ ব্যাপারে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তারা ফিফার কাছ থেকে আরও তথ্য পাবেন বলে আশা করছেন। তার পরেই এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য এর আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলও তাদের বাংলাদেশ সফর বাতিল করে।
বাংলাদেশে সম্প্রতি দুজন বিদেশিকে হত্যার পর সেখানে বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।-বিবিসি
(4)