খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন‘‘ বাংলাদেশের অনগ্রসরতা দূরী করণে দক্ষতা উন্নয়নে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিতে আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। সমাজের মূল্যবোধ নৈতিকতা সমুন্মত রাখতে এবং আধুনিক উন্নত বাংলাদেশ গঠন করতে শিক্ষকদেরকে আরো আন্তরিক ভাবে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশে প্রত্যকটি নাগরিককে আইসিটি জ্ঞানে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে দেশের শিক্ষকদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রযুক্তিগত সেবা পৌছে দিতে কাজ করতে হবে।’’ আজ ২৮ সেপ্টেম্বর বুধবার তিনি খুলনার তেলিগাতীতে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট(এইচএসটিটিআই) এ কলেজ শিক্ষকগণের ৭৯তম আইসিটি বিষয়ক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয় নায়েমের ও এইচএসটিটিআই এর পরিচালক(প্রেষণে) ড. মো. আতিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে এবং এইচএসটিটিআই এর সহকারী পরিচালক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইচএসটিটিআই এর উপপরিচালক ওবায়দুর রহমান, সহকারী পরিচালক শ্রী সমীর কুমার মুখার্জী।
আগামী ২৪ অক্টোবর শিক্ষকগণের ৭৯তম আইসিটি বিষয়ক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে খুলনা বিভাগের বিভিন্ন জেলার কলেজের শিক্ষকগণ অংশগ্রহন করছে।
(5)