পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের তথ্য বাড়ী আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম গ্রুপের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাকেরা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও বাঁধন হাসান।
উপজেলার তরুণ জনগোষ্ঠীর তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষতা উন্নয়নের লক্ষে সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সহযোগিতায় গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন তথ্য বাড়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
(11)