তালা প্রতিনিধিঃ সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তালা উপজেলা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২দিনের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার প্রশিক্ষন কর্মশালার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন করেন।
বুধবার (৭ জুন) তালা সাস’র প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উপজেলা সমাজ সেবা অফিসার সুমনা শারমীন।
ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন’র কারিগরি ও আর্থিক সহযোগীতায়, ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে “পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন” বিষয়ক প্রকল্পের আওতায় ২দিনের প্রশিক্ষন বৃহস্পতিবার সম্পন্ন হবে। ওয়েভ ফাউন্ডেশন’র বিভাগীয় ফ্যাসিলেটেটর মো. জহির উদ্দীন’র পরিচালনায় প্রশিক্ষন কর্মসূচীতে মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন-মানের উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনা হয়।
(6)