তালা প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন- শ্লোগানকে সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস-২৩ উদযাপিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন’র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স’র অর্থায়নে দিবসটি পালনে নারীদের ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচ, কুইজ প্রতিযোগীতা এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৮ মার্চ) দুুপরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)এর চেয়ারপার্সন দীপালী দাশ।
ডিইএফ’র প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, ডিইএফ’র ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলাম বিপ্লব মন্ডল, পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারী নেত্রী প্রতিমা সরকার মীতা রানী দাশ ও পার্ব্বতী দাশ প্রমুখ বক্তৃতা করেন। এরআগে নারী দিবস উপলক্ষ্যে নারীদের অংশগ্রহনে শোভাযাত্রা, প্রীতি ফুটবল ম্যাচ ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এরআগে তালা মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে অনুরুপ র্যালি, আলোচনা সভা, বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতার জন্য তিন ব্যক্তিকে সম্মাননা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।
(1)