তালা প্রতিনিধিঃ তালার শাহাজাতপুর গ্রামে উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং এর হামলায় স্কুল ছাত্র আরাফাত মোড়ল গুরুতর আহত হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে শেখ শান্ত’র নেতৃত্বে গ্যাং এর অপর সদস্যরা আরাফাতকে হুমকি প্রদান করে যাচ্ছে। এতে আরাফাত সহ তার পরিবারের লোকজন আতংকের মাঝে রয়েছে।
উপজেলার শাহাজাতপুর গ্রামের মো. সাহেব আলী মোড়ল’র ছেলে ১০ম শ্রেণির ছাত্র আরাফাত মোড়ল ও তার অভিভাবক হাসান আলী জানান, মেধাবী ছাত্র আরাফাতের সাথে বিদ্যালয়ে শেখ শান্ত’র তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। এঘটনায় আরাফাতকে হুমকি দেয়া হয়।
একর্পায়ে গত বুধবার দুপুরে প্রাইভেট পড়তে যাবার সময় পথিমধ্যে শাহাজাতপুর বাজার এলাকায় রাস্তায় একা পেয়ে একই এলাকার শেখ ইউনুচ আলীর ছেলে গ্যাং লিডার শেখ শান্ত’র নেতৃত্বে শেখ আকাশ, শেখ ফাহিম, শেখ রিয়াদ ও শেখ আরাফাত সহ ৮/১০ কিশোর অতর্কিত হামলা চালিয়ে আরাফাত মোড়লকে গুরুতর আহত করে। এসময় এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা প্রক্রিয়াধিন রয়েছে।
এদিকে মামলা করলে আবারও পিটিয়ে হাত, পা ভেঙ্গে দেয়ার হুমকি প্রদান করা হচ্ছে বলে ভুক্তভোগী আরাফাত মোড়ল অভিযোগ করেছেন।
(1)