তালা প্রতিনিধিঃ তালার রঘূনাথপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত দু’ ভাই সালাম শেখ ও রাজু শেখকে তালা হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত. সামছের শেখ’র ছেলে মো. জাকির শেখ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা তাদের পরিবারের সদস্যদের উপর দফায় দফায় হামলা ও উল্টো মামলা করে হয়রানী করে আসছে। তাদের অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ট। প্রতিপক্ষ দূর্বৃত্তরা ইতোপূর্বে তার পিতা সামছের শেখকে পিটিয়ে হত্যা করে। সেই মামলা এখনও চলমান রয়েছে।
জাকির শেখ বলেন, গত ২জুন সকাল সাড়ে ১১টার দিকে রঘুনাথপুর প্রাইমারাী স্কুলের পাশে তার ভাই সালাম শেখ ও রাজু শেখ’র উপর প্রতিপক্ষ রাশেদুল শেখ, ইয়াছিন শেখ, কাশেম শেখ, ইবাদুল শেখ গং ধারালো দাঁ ও লোহার রড দিয়ে হামলা করে। এসময় দূর্বৃত্তরা ধারালো দাঁ দিয়ে সালাম শেখ ও তার ভাই রাজু শেখকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এতে সালাম ও রাজু গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে এলাকার লোকজন তালা হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় জাকির শেখ বাদী হয়ে তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।
এদিকে হামলার পর থেকে দূর্বৃত্তরা প্রতিনিয়ত ভুক্তভোগী সালাম শেখ’র পরিবারের সদস্যদের নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরআগে এধরনের হুমকি দেবার ঘটনায় সালাম শেখ’র পরিবার বিজ্ঞ আদালতে হামলাকারীদের বিরুদ্ধে ১০৭/১৭ ধারায় মামলা দায়ের করে। ওই মামলায় হাজিরা দিয়ে দূর্বত্ত হামলাকারীরা “হামলা করবেনা মর্মে” মুচলেকা দিয়ে আসেন। কিন্তু বিজ্ঞ আদালতে দেয়া মুচলেকা অমান্য করে ফের হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগে বলা হয়েছে।
(0)