তালা প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন- শ্লোগানকে সামনে রেখে তালায় উদ্দীপ্ত মহিলা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২৩ উদযাপিত হয়েছে।
এ.এল.আর.ডি-ঢাকা’র সহযোগীতায় “নারীর নিরাপত্তাহীনতা এক ভূমি অধিকার ইস্যুতে উইমেন ল্যান্ড রাইটস” প্রকল্পের অধিন দিবসটি পালনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে একটি শোভাযাত্রা বের হয়।
পরে তালাস্থ সংস্থার কার্যলয়ে আলোচনা সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তী রানী মন্ডল।
প্রকল্প কর্মকর্তা জুয়েল সরকারের পরিচালনায় বিশেষ অতিতির বক্তৃতা করেনম সাতক্ষীরা জেলা বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, স্বরসতী দাস। এসময় জনপ্রতিনিধি, পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠির নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে দলিত জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন, বৈষম্য রোধ ও সামাজিক উন্নয়নের উপর আলোচনা হয়।
(1)