তালা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ও একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৩ পালিত হয়েছে। দিবসটি পালনে একুশের প্রথম প্রহরে তালার কেন্দ্রীয় শহীদ মিনারে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য’র পক্ষে, তালা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, তালা রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুস সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে প্রভাত ফেরি সহ আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলার ৯ নং খলিষখালী ইউনিয়ন শাখা একুশের প্রথম প্রহরে খলিষখালী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা দিবসের কর্মসূচি শু করে।
ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সমীর দাশ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল সরদার সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠণসমৃহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে তালার ৭নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিবসটি পালনে একুশের প্রত্যুষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউপি সচিব মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য এজাহার আলী, ফেরদৌস মোড়ল, আব্দুল হাকিম, জয়ন্তী মন্ডল, ফারজানা লাকি ও বিলকিস বেগম সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মো. মিজানুর রহমান। এছাড়া উপজেলার সকল ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুরুপ ভাবে দিবসটি পালিত হয়।
(0)