তালা প্রতিনিধিঃ তালার মুড়াকলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গোফুর সরদারের প্রায় ২বিঘা ক্ষেতের পাট রাসায়নিক ওষুদ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ দূর্বৃত্তরা পাটক্ষেত পুড়িয়ে দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
উপজেলার মুড়াকলিয়া গ্রামের আব্দুল গোফুর সরদার জানান, শাহাপুর উত্তর মৌজার এস.এ ৯ নং খতিয়ানের ১৮ দাড়ের ৫৪ শতক জমি তার পিতা মরহুম গিয়াস উদ্দীন সরদার ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করেন। পরবর্তীতে গিয়াস উদ্দীনের ছেলে আব্দুল গোফুর সরদার গং উক্ত জমি দীর্ঘ বছর ধরে বিধি অনুয়ায়ী বৈধভাবে ভোগদখল করে আসছেন। কিন্তুু এরইমধ্যে সুকদেবপুর গ্রামের নুর আলী বিশ^াসের ছেলে মোসলেম উদ্দীন, ইসলাম, শওকত ও রাজ্জাক অবৈধ ভাবে, তঞ্চকিপূর্ন কাগজপত্র তৈরি করে ওই জমি তাদের দাবী করে দখল করার চেষ্টা করে। এবিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
আব্দুল গোফুর সরদার আরও জানান, চলতি মৌসুমে ওই ৫৪শত জমিতে পাট চাষ করা হয়। পাটের চারা ইতোমধ্যে বেশ বড় হয়েছে। কিন্তু শত্রুতা বশতঃ প্রতিপক্ষ মোসলেম গং গত সোমবার বিকালে ওই পাটক্ষেতে রাসায়নিক ওষুদ স্প্রে করে। এতে পরদিন সকাল হতেই পাটের চারা পুড়ে সাবাড় হতে থাকে। পাটের ক্ষেত ওষুদ স্প্রে করে পুড়িয়ে দেয়ার ঘটনায় দূর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধিন বলে ভুক্তভোগী গোফুর সরদার জানিয়েছেন।
(1)