ধর্ষনের শিকার হতভাগ্য প্রতিবন্ধি শিশুর পিতা জানান, গত ১১ আগষ্ট তাঁর প্রতিবন্ধি শিশু কন্যা (১০) বাড়ির পাশের জলাশয়ে শাপলা ফুল দেখছিল। এসময় একই গ্রামের হামিদ শেখ এর লম্পট পুত্র জাহাঙ্গীর শেখ (২৫) মিষ্টি খাওয়ানোর প্রলভন দেখিয়ে শিশু কন্যাকে পাশের পাট ক্ষেতে নিয়ে ধর্ষন করে। সন্তানের পিতা জাহাঙ্গীর রিরুদ্ধে এলাকার একাধিক গৃহবধুকে উত্ত্যাক্ত করাসহ ধর্ষন চেষ্টার অভিযোগ রয়েছে। এদিকে, প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের ঘটনায় ভিকটিমের মা’ বাদী হয়ে তালা থানায় জাহাঙ্গীর শেখ’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার নং ০৬/১১০, তাং : ১২/০৮/১৫ ইং। পুলিশ ভিকটিম প্রতিবন্ধি শিশুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা করান। এসংক্রান্তে গঠিত ৩ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গত ২০/০৮/১৫ ইং তারিখে মেডিকেলের রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে ধর্ষনের আলামত পাবার কথা উল্লেখ রয়েছে। এছাড়া মামলার তদন্তকারী অফিসার তালা থানার এস.আই মো. সবুর মামলার নিরপেক্ষ তদন্ত করেন এবং তদন্ত শেষে ২৫/০৮/১৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ভিকটিম শিশুর হতদরিদ্র পিতা অভিযোগ করে বলেন, তাঁর প্রতিবন্ধি কন্যা শিশুকে ধর্সন করার পর থানায় মামলা হলে জাহাঙ্গীর গাঁ ঢাকা দেয়। এরফলে এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর থেকে তার ভাই আলমগীর শেখ, চাচা আজিজুর শেখ ও মোস্ত শেখ প্রতিনিয়ত মামলা তুলে নেবার জন্য নানাবিধ হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। তাদের হুমকিতে পরিবারের সবাই আতংকিত হয়ে পড়েছে। এব্যপারে মামলার তদন্তকারী অফিসার এস.আই মো. সবুর জানান, আসামীকে আটক করার জন্য সর্ব প্রকার চেষ্টা চালানো হয়েছে। আর হুমকি প্রদানের বিষয়ে অভিযোগ পেলে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
//বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)