উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে সরকারের এলজিএসপি প্রকল্পের অর্থ দিয়ে ইটের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যা (সংরক্ষিত) আয়েশা আক্তার সরকারি নিয়ম তয়াক্কা না করে দুর্নীতির মাধ্যমে রাস্তা নির্মান করছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় আ.লীগ নেতা আবুল কাশেম মোড়ল জানান, খেশরা ইউনিয়নের ৬নং বালিয়া ওয়ার্ডের বালিয়া গ্রামের রহমত মোড়ল এর বাড়ি হইতে হাবিবুর গাজীর বাড়ি পর্যন্ত বিগত অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। নিয়ম অনুযায়ী এলজিএসপি প্রকল্পের সকল কাজ ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ঠিকাদারদের নাম ব্যবহার করে কৌশলে নিজেরাই (ইউপি চেয়ারম্যান ও সদস্য) সকল কাজ বাস্তবায়ন করে। বালিয়ার উক্ত কাজ ইউনিয়ন পরিষদের সাথে যোগসাজসে সংরক্ষিত ইউপি সদস্যা আয়েশা আক্তার বাস্তবায়ন করছে। এলাকার নূর আলী, আকরাম হাজরা, রুহুল আমীন গাজীসহ ২২জন ব্যক্তি অভিযোগ করে বলেন, ইউপি সদস্যা আয়েশা আক্তার জনগুরুত্বপূর্ন রাস্তাটি ইটের সলিং দ্বারা উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি শুরু করে। তিনি, প্রকল্পের নিয়ম না মেনে নিজ বাড়িতে তৈরি নিম্ন মানের ইট দিয়ে রাস্তাটি নির্মান কাজ শুরু করে। তাছাড়া রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ ছিল কম। এনিয়ে এলাকার লোকজন বাঁধা প্রদান করলে, ইউপি সদস্যা আয়েশা আক্তার উল্টো এলাকার লোকজনকে হুমকি প্রদান করে। এমনকি এই রাস্তা নির্মান না করে সকল টাকা উঠিয়ে নিবেÑ বলে আস্ফালন শুরু করে। এক পর্যায়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে ইউপি সদস্যা আয়েশা আক্তার ক্ষিপ্ত হয়ে রাস্তা থেকে সকল ইট উঠিয়ে নিয়ে গেছে।
//বি. এম জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(6)