এউপলক্ষ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন সভা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাশ, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম. ফজলুল হক ও আওয়ামীলীগ নেত্রী মুরশিদা পারভীন পাপড়ি।
আওয়ামীলীগ নেতা প্রভাষক রাজিব হোসেন রাজুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে তালা উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা তাওহিদুল ইসলাম লাভলু, কামরুল ইসলাম লাল্টু ও যুবলীগ নেতা ফারুক হোসেন পিল্টু প্রমুখ বক্তৃতা করেন। সভায় খেশরা দক্ষিন পাড়ার বাসিন্দা ১৫৮জন ব্যক্তিকে আবাসিক, ২টি সেচ, ১টি শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য ৩জন ব্যক্তির সমন্বয়ে ৩.৯০০ কি.মি. বিদ্যুৎ সংযোগ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)