মন্দির নির্মান উদ্বোধন উপলক্ষ্যে এক সভা শনিবার রাতে জালালপুর সার্বজনিন পূজা মন্দির মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জালালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রম- হিমায়েতপুর, পাবনা এর সাধারন সম্পাদক ড. রবীন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল আব্দুর রশিদ, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জালালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারন সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাস, বিএনপি নেতা এম.এ গফ্ফার, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু সাইদ মিঠু।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা, জাপা নেতা ডা. প্রদীপ চট্টপধ্যায়, রনজিৎ চৌধুরী, প্রতাপ চট্টপধ্যায় ও জীবন দত্ত প্রমুখ বক্তৃতা করেন। ঠাকুর শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ মন্দির নির্মানের উদ্বোধন উপলক্ষ্যে এদিন সভাস্থলে সান্ধ্য প্রার্থনা, অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(17)