উপজেলার জেঠুয়া গ্রামে আনার সরদারের বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। শনিবার সকালে চোরচক্র দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালংকার, কাপড়-চোপড় ও আসবাবপত্র চুরি করে। এদিন সকালে আনার সরদারের নিজ সংসারের কেহ বাড়িতে ছিলনা।
ক্ষতিগ্রস্থ আনার সরদার জানান, জেঠুয়া সরদার পাড়ার বাড়িতে শনিবার সকালে কেহ ছিলনা। এসুযোগে চোরচক্র তাঁর ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চোরচক্র এসময় ঘরের মধ্য হতে নগদ ১৫ হাজার টাকা, তাঁর কন্যা রিনা বেগমের স্বর্ন ও রোপ্য গহনা এবং কাপড়-চোপড় সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে আনার সরদার জানিয়েছেন।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাশ্ববর্তি কিছু লোকজন এধরনের ঘটনা ঘটাতে পারে বলে আনার সরদার জানিয়েছেন। এব্যপারে তালা থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘর থেকে এই মালামাল চুরি হয়ে যাওয়ায় দরিদ্র আনার সরদার হতাশ হয়ে পড়েছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)