বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল। এসডিএফ এর তালা ক্লাস্টার অফিসার মোহাম্মাদ আলী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর সাতক্ষীরা জেলা ব্যাবস্থাপক কাজল চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর সাতক্ষীরা জেলা অফিসার অসিম কুমার সাহা। এসডিএফ এর নূতন জীবন লাইভ্লিহুড ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) এর আওতায় এলাকায় বাস্তবানাধিন বিভিন্ন কর্মকান্ডের উপর এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসডিএফ এর কর্মকর্তা মো. আজগর হোসেন, আজমিরী বেগম ও মো. সেকেন্দার আলী সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে অন্যান্য সংস্থার পাশাপাশি সহযোগীতা প্রদান এবং সুবিধা বঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে তাদের আর্থ-সামাািজক উন্নয়ন সাধন করার লক্ষ্যে, এসডিএফ অর্থ মন্ত্রনালয় ও বিশ্বব্যাংক-এর অংশিদারিত্বে ৬ বছর (জুলাই ১৫-জুন ২১) মেয়াদি ১ হাজার ৭২০ কোটি টাকার এর প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(0)