জাতীয় শ্রমিকলীগ তালার তেঁতুলিয়া ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. সালাউদ্দীন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সিনিয়রর সহ-সভাপতি মো. আব্দুল মান্নান। তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব মো. হামিদুল ইসলাম’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে তালা উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুল গফুর, রাশেদুল ইসলাম, শফিউর রহমান ডানলাপ, ইসলামকাটী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি দেবেন্দ্র নাথ, সাধারন সম্পাদক গাজী মিনাজ উদ্দীন, কুমিরা ইউনিন শ্রমিকলীগ সভাপতি মো. সিরাজ উদ্দীন, সরুলীয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. তমাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধিসহ আগামী ১২ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালন করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(0)