তালা প্রতিনিধিঃ তালার বলরামপুর গ্রামের আমেনা বেগম নামের এক গৃহবধু তার ৩ বছরের সন্তান সহ নিখোঁজ হয়েছে। গত ৩দিনেও স্ত্রীর সন্ধান না পেয়ে স্বামী এরশাদ চৌধুরী তালা থানায় বুধবার (৩ ফেব্রুয়ারী) জিডি করেছেন।
উপজেলার বলরামপুর গ্রামের আব্বাজ আলী চৌধুরীর ছেলে এরশাদ চৌধুরী জানান, গত ৩ ফেব্রুয়ারী তার স্ত্রী আমেনা বেগম রহস্যজনক ভাবে বাড়ি থেকে নিখোজ হয়। একই সাথে তার শিশু পুত্র সিয়াম চৌধুরী নিখোঁজ রয়েছে। এঘটনার পর থেকে সবস্থানে ব্যপক খোজখবর নিলেও এখনও স্ত্রী ও পুত্র’র সন্ধ্যান মেলেনি। এব্যপারে এরশাদ চৌধুরী বুধবার তালা থানায় একটি জিডি (১১৫/২১) করেছেন।
এব্যপারে উক্ত জিডির তদন্তকারী অফিসার এসআই মো. কাউসার জানান, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া নিখোজ গৃহবধু ও শিশুর সন্ধ্যান চালানো হচ্ছে।
(11)