এউপলক্ষে সোমবার বিকালে তালার মাগুরা গ্রামে প্রশিক্ষন স্থলে এক সভা সাস পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক এম. এ গফ্ফার ও সাস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ.কে.এম. গোলাম ফারুক।
সাস প্রজেক্ট কো-অর্ডিনেটর সুশান্ত কুমার ঘোষ’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ মূখার্জ্জী এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হানসহ উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। সাস সূত্রে জানা গেছে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, তালা সদর, মাগুরা এবং খলিশখালী ইউনিয়নের ২৫ জন দরিদ্র নারীকে প্রকল্পের উপকারভোগী হিসেবে ১ মাসের সেলাই প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে এদিন তাদের মাঝে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরন করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)