তালা প্রতিনিধিঃ তালার মাগুরা বাজার পশু হাটের জমি দখল করার চেষ্টায় হামলা চালানো হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) ভোরে দূর্বত্তরা হামলা চালিয়ে গরু বাঁধার খাটাল ও টোল আদায়ের ঘর ভাংচুর করে। এসময় একাধিক গাছ কেটে লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।
মাগুরা পশু হাটের অন্যতম প্রতিষ্ঠাতা দেবাশীষ মুখার্জ্জী বলেন, বিধি মোতাবেক পশু হাটের জন্য ইতোমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক’র নামে ১০ শতক জমি রেজিষ্ট্রি করে দিয়ে মাগুরা বাজারে পশু হাট স্থাপন করা হয়। বিগত ২ বছর ধরে হাটটি সফলতার সাথে চলে আসছে। কিন্তু চাঁদকাঠি গ্রামের মৃত. বাবর আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম এবং মাগুরাডাঙ্গা গ্রামের মো. মহাসিন আলী শেখ’র ছেলে আব্দুল্লাহ আল মাছুম কৌশলে পশু হাটের জমির বিরোধপূর্ন একটি অংশ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
মাগুরা বাজারের শেখ আমানুর রহমান’র স্ত্রী মাফুজা বেগম বলেন, মাগুরা মৌজার এস.এ. ১৮১৬ খতিয়ানের ১৩৭২ এবং ১৩৭৩ দাগের ৩.৮০ একর জমির উপর স্থাপিত পশু হাটের জমি তাদের ক্রয় করা সম্পত্তি। এই জমির মধ্যে ৮৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এবিষয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে একটি মামলা (দেং ৯৮/১৮) চলমান রয়েছে।
মাহফুজা বেগম বলেন, মামলা চলমান থাকা অবস্থায় সোমবার ভোরে সিরাজুল ও মাছুম’র নেতৃত্বে ৩০/৩৫ দূর্বত্ত জমি দখলের জন্য পশু হাটে হামলা চালায়। হামলাকালে দূর্বত্তরা পশু হাটের টোল আদায়ের জন্য তৈরি ঘর ও গরু বাঁধার খাটাল ভাংচুর করে। এছাড়া জমি থেকে লক্ষাধিক টাকা মূল্যের একাধিক গাছ কেটে নিয়ে যায়। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তালা থানা পুলিশের তৎক্ষনাত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে জমি মালিক মাফুজা বেগম তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে সোমবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এলাকার আইনশৃঙ্খলা শান্তিপূর্ন নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাছুম বলেন, গরুর হাট বিষয়ে আমার কোনও বিরোধ নেই। গরু হাটের ১ একর ১৬ শতক জমি আমাদের ২ জনের ক্রয় করা। আমরা উক্ত জমি জোর দখলের চেষ্টা চালাইনি।
(5)