উপজেলার বারাত গ্রামে মুক্তিযোদ্ধাদের জবাই করার হুমকি দিয়ে লিখনের প্রতিবাদে আগামী ১ অক্টোবর মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট স্মারকলিপি প্রদান করা হবে। তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তালা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি যৌথভাবে ওই কর্মসূচী পালন করবে। গৃহিত কর্মসূচী সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ও তালা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জেয়াদ্দার। সভা পরিচালনা করেন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, আ. গফুর গোলদার, সমর সরকার(সরদার), আব্দুর রশিদ মাষ্টার, শেখ আমিনুল ইসলাম, সন্তোষ কুমার দাশ, মো. মহিউদ্দীন, মকবুল হোসেন, আবুল হোসেন গাজী, এরফান আলী, মো. আব্দুস সোবহান, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সরদার রফিকুল ইসলাম ও সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান প্রমুখসহ কমান্ড নেতৃবৃন্দ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, মুক্তিযোদ্ধাদের জবাই করে খুন করার হুমকির প্রতিবাদে বারাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক ব্যক্তিত্বকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, ইতোমধ্যে জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতার ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর হবার ঘটনায় ইসলামকাটী ইউনিয়নের বারাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতিপয় জামায়াত নেতা বৈঠকে বসেন। সেখানে মুক্তিযোদ্ধাদের জবাই করে খুন করার কথা আলোচনা হয়। বিষয়টি মুক্তিযোদ্ধারা জানতে পেরে জামায়াতের ওই সকল নেতাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেন। এসময় জামায়াতের ওই সকল নেতারা মুক্তিযোদ্ধাদের নিকট ক্ষমা প্রার্থনা করে। সম্প্রতি ইসলামকাটী ইউনিয়নের ষষ্টিতলায় নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে বড় করে “মুক্তিযোদ্ধাদের জবাই করা হবে” এমন কথা লেখা হয়। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তালা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি দোষীদের শাস্তির দাবীতে যৌথভাবে কর্মসূচী গ্রহণ করেছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(6)