তালা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় রিপোটার্স ক্লাব কক্ষে উক্ত সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান উপলক্ষ্যে এক সভা রিপোটার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া অপর সংবর্ধিত তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, তালা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. সগীর মিয়া ও সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সংবর্ধনা সভা পরিচালনা করেন, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান। সংবর্ধনা সভায় তালার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রদীপ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক মো. নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, প্রচার সম্পাদক অর্জুন বিশ্বাস, সিনিয়র সদস্য এম. এ ফয়সাল, আব্দুল জব্বার, ফিরোজা রহমান শিমু, তপন চক্রবর্ত্তী, সেলিম হায়দার, তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সূর্য্যকান্ত পাল, পল্লী উন্নয়ন সংঘের সভাপতি মীর ফরহাদ হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সব্যসাচী মজুমদার বাপ্পী ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)