বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালে তালায় এক ডিপো মালিক আটক হয়েছে। আটককৃতকে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান’র ভ্রাম্যমান আদালত ২ মাসের কারাদন্ড প্রদান করেছে। দন্ডিত ব্যবসায়ীকে এদিন সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়।
তালা উপজেলা সহকারী মৎস্য অফিসার এস. এম. শহিদুল¬াহ জানান, মঙ্গলবার সকালে খলিলনগর বাজারে নিজস্ব মাছের ডিপো “রাজ্জাক এন্টারপ্রাইজ” এর মধ্যে আব্দুর রাজ্জাক মাহমুদ চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এসময় তালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে রাজ্জাক মাহমুদকে হাতেনাতে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত পুশ করা ১৩ কেজি বাগদা চিংড়ি ও অপদ্রব্য পুশকাজে ব্যবহৃত ৫টি সিরিঞ্জ জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালত রাজ্জাককে ২ মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দ হওয়া বাগদা চিংড়ি ও সিরিঞ্জ বাজেয়াপ্ত করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক টাকা দিতে ব্যর্থ হওয়ায় থানা পুলিশের মাধ্যমে এদিন তাকে সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার উত্তর নলতা গ্রামের হান্নান মাহমুদ’র পুত্র। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে উপজেলা সহকারী মৎস্য অফিসার এস.এম. শহিদুল্লাহ, ভ্রাম্যমান আদালতের পেশকার মো. মনিরুজ্জামান ও মৎস্য অফিেেসর ক্ষেত্র সহকারী মো. রফিজ উদ্দীন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
//বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)