অপদ্রব্য পুশ করে মাছের ওজন বৃদ্ধির অপরাধে তালায় এক বাগদা চিংড়ি মাছ ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান উপজেলার রায়পুর গ্রামের সুদীপ মন্ডলকে এই সাজা প্রদান করেন। এরপূর্বে
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদিউজ্জামান জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক সুদীপ কুমারের কাছ থেকে ৫ কেজি অপদ্রব্য পুশকরা বাগদা চিংড়ি উদ্ধার করা হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান সুদীপকে ১ মাসের কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে উদ্ধার হওয়া বাগদা চিংড়ি মাছ বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করেন। আটক সুদীপ জরিমানার টাকা প্রদান করে কারাদন্ড থেকে অব্যহতি গ্রহন করেন। এদিন বিকালে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্ধার হওয়া বাগদা চিংড়ি মাছ মাটিতে পুতে ও আগুন জ্বালিয়ে নষ্ট করে দেন।
//বি. এম জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)