স্থানীয় তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক পি.এম. গোলাম মোস্তফা’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, আ.লীগ নেতা রবিউল ইসলাম মুক্তি, অধ্যক্ষ রাম প্রসাদ, আবুল কালাম আজাদ, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সমীর কুমার দাস, অ্যাড. আব্দুর রহমান, মুর্শীদা পারভীন পাপড়ি, উত্তম হরি শক্তি, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান ও সাবেক সভাপতি মো. ইকবল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে রোজাদারদের সম্মানে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম, মাওলানা তাওহিদুর রহমান।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(1)