তালা সোনালী ব্যাংক থেকে সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করার পর সামছুর রহমান নামের এক ব্যক্তির সমূদয় টাকা অভিনব ভাবে চুরি হয়েছে।
মঙ্গলবার দুপুরে তালা কাঁচা বাজারের মসজিদের সামনে থেকে টাকাগুলো চুরি হয়। সামছুর রহমান (৬৮) তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী। তাঁর বাড়ি উপজেলার মহান্দি গ্রামে।
সামছুর রহমান জানান, তিনি গ্রামীন ব্যাংক তালা শাখায় একটি এফডিআর খোলেন। ওই এফডিআর এর মেয়াদ শেষ হওয়ায় গ্রামীন ব্যাংক থেকে মঙ্গলবার সোনালী ব্যাংক তালা শাখার অনুকূলে ৬ লক্ষাধিক টাকার একটি চেক প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সামছুর রহমান সোনালী ব্যাংক থেকে চেকটি ক্যাশ করেন।
এছাড়া তার ব্যক্তিগত একাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এছাড়া তাঁর মেঝ কন্যা মনিরা পারভীন এর তালা পোষ্ট অফিসের সঞ্চয়পত্র থেকে ১৩ হাজার টাকা ক্যাশ নিয়ে সমূদয় টাকা একত্রে একটি ব্যাগে রাখেন। এই টাকা দিয়ে বাড়ি নির্মান এবং পারিবারিক কাজে ব্যবহার করার জন্য তিনি একত্রিত করেন।
সামছুর রহমান আরও জানান, সোনালী ব্যাংক তালা শাখার মধ্যে বসে মোট ৬ লক্ষ ৬৫ হাজার টাকা একটি ব্যাগের মধ্যে ভরে সেই ব্যাগটি একটি বাজার করার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখেন। পরে তিনি টাকার ব্যাগটি তাঁর ব্যবহৃত বাইসাইকেলের হাতলে রেখে তাঁর উপর একটি কাঁচা বাজারের ব্যাগ দিয়ে ঢেকে নিয়ে তালা কাঁচা বাজারে মুরগী ক্রয় করতে যান।
কাঁচা বাজার মসজিদের সামনে থেকে মুরগী ক্রয় করার প্রস্তুতি নেয়ার সময় চোরচক্র সাইকেল থেকে অভিনব ভাবে টাকার ব্যগটি চুরি করে। তিনি বলেন, সোনালী ব্যাংকের মধ্যে বসে টাকা গননা করার সময় চোরচক্র তার পিছু নিতে পারে এবং সুযোগবুঝে টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে।
এঘটনায় সামছুর রহমান মানষিক ভাবে চরম অসুস্থ্য হয়ে পড়েছেন। এব্যপারে তালা থানার ওসি মো. সগির মিয়া জানান, এই ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(35)