তীব্র উত্তেজনাপূর্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কপোতাক্ষ নদের তালা ব্রীজ থেকে আমড়াতলার ঘাট পর্যন্ত প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। উপজেলার তালা সদর ইউনিয়ন’র ৮নং ওয়ার্ডবাসী উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চলের সু-দৃশ্য ৬টি বিশেষ নৌকা প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কার প্রদান উপলক্ষে কপোতাক্ষ ব্রীজের উপর নির্মিত মঞ্চে এক সভা তালা বাজার বনিক সমিতির সভাপতি ও নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্যোক্তা, সাংবাদিক মীর জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়Ñ সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসন ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, তালা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান এবং তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা। এসময় অন্যান্যের মধ্যে তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, তালা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, আ.লীগ নেতা পি.এম. গোলাম মোস্তফা, শাহাবুদ্দীন বিশ্বাস, শহিদুল ইসলাম খাঁ, শ্রমিকলীগ সভাপতি সূর্য্যকান্ত পাল, নৌকা বাইচ প্রতিযোগীতা বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সভাপতি আব্দার রহমান, সাধারন সম্পাদক সোবহান শেখ, কোষাধ্যক্ষ মীর কল্লোল, কমিটির নেতা মো. কুদ্দুস, আব্দুস সাত্তার, আব্দুল আজিজ ও নিজাম উদ্দীন প্রমুখ বক্তৃতা করেন। সভাটি পরিচালনা করেন হাসান জাকারিয়া। উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতাটি হাজার হাজার নারী, পুরুষ ও শিশু দর্শক নদীর দু’ ধারে দাড়িয়ে উপভোগ করে। নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে এদিন এলাকায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।