তালা কপোতাক্ষ বৃত্তি প্রকল্প কে.এস.পি) এর আয়োজনে, সম্মাননা প্রদান উপলক্ষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কপোতাক্ষ বৃত্তি প্রকল্পের সভাপতি, শিক্ষক এম. জামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম. মতিউর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। স্বাগত বক্তৃতা করেন, কপোতাক্ষ বৃত্তি প্রকল্পের পরিচালক আবু দাউদ মো. নাসির উদ্দীন। মূল বক্তব্য উপস্থাপন করেন, কপোতাক্ষ বৃত্তি প্রকল্পের সাধারন সম্পাদক মোহাম্মাদ শওকাত আলী। শিক্ষক অলিউল ইসলাম’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, তালা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ শফিউল্লাহ, কেএসপি নেতা আনন্দ মোহন দাশ, অভিভাকদের পক্ষে মো. আলমগীর হোসেন, কৃত্বি শিক্ষার্থী মরিয়ম জাহান সাবা ও আদনান প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে ২০৪জন কৃত্তি শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, শিশু শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটনার লক্ষ্যে তালা কৃত্বি শিক্ষকদের সমন্বয়ে কপোতক্ষ বৃত্তি প্রকল্প (কেএসপি) গঠন করা হয়। বিগত ২০১৪ সালে তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’র ১ম থেকে ৭ম শ্রেণির ৯৭৬জন শিক্ষার্থী কেএসপি বৃত্তি পরীক্ষায় অংশহ্রন করে। এদের মধ্যে ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের মধ্যে ৫০জন প্রথম গ্রেডে এবং ১৫৪জন দ্বিতীয় গ্রেডে সফলতা অর্জন করে।
বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)