শনিবার সকালে তালা আইটিআরটি সেন্টারে কমিউনিটি স্বেচ্ছাসেবীদের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, সলিডরিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগীতায় ও উত্তরণের বস্তবায়নে, সংস্থার সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজ (সফল) প্রকল্পের আওতায় সম্মেলন এর আয়োজন করা হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসবে বক্তৃতা করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আবু সালেহ্ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. তৈহিদুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নিউট্রিশন স্পেশলিষ্ট ডা. অতীশ কুমার বাহার, প্রোগ্রাম কর্মকর্তা ইয়াসমিন আ্ক্তার ও প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন প্রমুখ। সফল প্রকল্পের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মনিরুন্নাহার লুপার উপস্থাপনায় সম্মেরনে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী কর্মী জেসমিন নাহার, বৈশাখী বসু, বাসন্তী বিশ্বাস, খাদিজা পারভীন প্রমুখ। উল্লেখ্য, সফল প্রকল্পে অধীনে ৪৯ জন পুষ্টি স্বেচ্ছাসেবী কর্মী বিগত দু’ বছর ধরে চিতলমারী, রামপাল, ডুমুরিয়া. পাইকগাছা, দেবহাটা ও কলারোয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা প্রদান অব্যাহত রেখেছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)