বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কলেজ ছাত্রীকে ধারাবাহিক উত্ত্যক্তসহ ওই ছাত্রীকে লাঞ্চিত করার অপরাধে আবুল হাসান (২৪)
সূত্রে জানাগেছে, উপজেলার বারাত গ্রামের মদ্দীন গাজীর বখাটে পুত্র আবুল হাসান একই এলাকার কলেজ ছাত্রীকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। এতে ছাত্রীটি রাজি না হওয়ায় আবুল হাসান তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো। একপর্যায়ে ঘটনাটি ওই কলেজ ছাত্রী তাঁর অভিভাবকদের জানায়। এতে আবুল হাসান ক্ষিপ্ত হয়ে ওই কলেজ ছাত্রীকে প্রকাশ্যে লাঞ্চিত করে। এবিষয়ে ছাত্রীর অভিভাবক তালা উপজেলা নির্বাহী অফিসার’র মাধ্যমে থানা পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তালা থানা পুলিশ আবুল হাসানকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত সোপর্দ করেন। আদালত কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্চিত করার অপরাধে আবুল হাসানকে ৬ মাসের সাজা প্রদান করেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(38)