তালা প্রতিনিধিঃ তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) লি. এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রহমান’র সভাপতিত্বে ও সম্পাদক মুকুন্দ কুমার রায়’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, কাল্ব লি. এর খুলনা ও সাতক্ষীরা জেলার সহকারী ব্যবস্থাপক সুজয় কুমার বসু, তালা উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক অজয় ঘোষ বাবলু, কাল্ব এর সহ-সভাপতি অধ্যক্ষ মো. কামরুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ স্বপন মিত্র, পরিচালক আফরুহী পারভীন এবং কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক বিশ্বজিৎ বালা প্রমুখ।
সভায় সংগঠনের বিগত অর্থ বছরের আয়-ব্যয় উপস্থাপন ও বিভিন্ন বিষয়ে অনুমোদন করা হয়। এছাড়া সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
(4)