খরিপ-১২০১৬/১৭ মৌসুমে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত ধৈঞ্চা প্রদর্শনী ও মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা কৃষি অফিসার, কৃষিবীদ মো. সামছুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক- খুলনা, কৃষিবীদ নিত্য রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তৃত করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক-সাতক্ষীরা, কৃষিবীদ কাজী আব্দুল মান্নান ও সাতক্ষীরা জেলা প্রশিক্ষন অফিসার জি.এম.এ. গোফুর। স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুস সোবহান। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. আবু জাফর এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, উপসহকারী কৃষি অফিসার মো. জাহিদুল হক শেখ, মো. মোমিনুর রহমান, কমলেশ মন্ডল ও ধৈঞ্চাচাষী কৃষক মো. মজিবর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
মাঠ দিবস সভায় জানানো হয়, রাসায়নিক সার ব্যবহার একদিকে ব্যায়বহুল, অপরদিকে মাটির জন্য ক্ষতিকর। কিন্তু খরিপ মৌসুমে জমিতে ধৈঞ্চা চাষ করলে জমিতে জৈব সার বৃদ্ধি হবে, মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে এবং কৃষকদের ফসলচাষে আর্থিক সাশ্রয় হবে। এজন্য কৃষকদের ধৈঞ্চা চাষের জন্য উদ্বুদ্ধ করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(3)