“আপনার জমি আপনার অধিকার” স্লোগানকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়নে খসড়া জাতীয় ভূমিনীতি গঠন করার লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে তালা উত্তরণ প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল।
কর্মশালায় চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. সামসুল আলম। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন পিটিএটি প্রকল্পের টিম লিডার ও আন্তর্জাতিক সিনিয়র আইন বিশেষজ্ঞ ড. ইউহানস্ গেব্রেমেডিন।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় কর্মশালায় পিটিএটি প্রকল্পের ডেপুটি টিম লিডার মো. আব্দুল হালিম, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, তালা উপজেলার জুলিয়া সুকায়না, কালিগঞ্জের শিমুল কুমার, জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা জিএমএ গফুর, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মিজানুর রহমান, এম কামররুজ্জামান, গৌরাঙ্গ নন্দী, জেলা ভূমি কমিটির সভাপতি আনিসুর রহিম, তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাদীউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা গাজী মনিরুজ্জামান, প্রফেসর অ্যাড. আব্দুল মালেক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উত্তরণ কর্মকর্তা আব্দুল খালেক, মামুন অর রশিদ, আইডিয়াল পরিচালক ডা. নজরুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা ও মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(2)