দিন দিন বিলুপ্তির পথে ধাবিত হওয়া তাল গাছ রক্ষার্থে সরকারি রাস্তার দু’ ধারে তালের আটি (তাল বীজ) রোপন কার্য্যক্রম শুরু করেছেÑ উপজেলার তালা সদর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি কোহিনুর ইসলাম। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নওয়াপাড়া থেকে পাটকেলঘাটা পর্যন্ত কয়েক হাজার তালের বীজ বপন করার পর এবার তিনি পাটকেলঘাটা হারুনÑঅর-রশিদ কলেজ থেকে সাতক্ষীরার বিনোরপোতা পর্যন্ত তাল বীজ বপন শুরু করেছেন। তালার আটারই গ্রামের বাসিন্দা কোহিনুর শেখ জানান, খুব ছোট বয়স থেকে তিনি বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপন করে যাচ্ছেন। এজন্য নিজ পরিবারেসহ গ্রামবাসীর কাছে তিনি পাগল হিসেবে পরিচিত। লোকের কাছ থেকে বিভিন্ন সময় উপহাস-বিদ্রুপের শিকার হলেও বৃক্ষ রোপন থেকে তিনি পিছপা হননি। জনগনের সেবা, পশু-পাখির আশ্রয় এবং ফল খাওয়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় বিধি-বিধানে বৃক্ষ রোপন পূর্নর কাজ হওয়ায় তিনি দীর্ঘ বছর ধরে বৃক্ষ রোপন করে যাচ্ছেন। তিনি বলেন, গাছ লাগানোর সখ থেকে ইতোমর্ধে তার সকল জমিতে গাছ রোপন সম্পন্ন হয়েছে। গাছ রোপনের জন্য তাঁর নিজস্ব আর জমি না থাকায় তিনি এখন বিভিন্ন সরকারি রাস্তার দু’ ধারে বিভিন্ন প্রজাতীর গাছ রোপন করছেন। এরমধ্যে তাল গাছের আয়ুস্কাল বেশি হওয়ায়, রোপন পদ্ধতী সহজ, রক্ষনাবেক্ষনের খথুব বেশি প্রয়োজন না হওয়ায় এই গাছের বীজ অধিকহারে বপন করা হয়। তাছাড়া দিন দিন তাল গাছ বিলুপ্তির দিকে ধাপিত হওয়ায় এই গাছের অস্তিত্ব রক্ষার্থেও তাল বীজ বপন করা হচ্ছে। কোহিনুর বলেন, পাটকেলঘাটা হারুনÑার-রশিদ কলেজ থেকে সাতক্ষীরার বিনোরপোতা পর্যন্ত প্রায় ৫ হাজার তাল বীজ বপন করা হচ্ছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তাল বীজ বপন করা হয়। এসময় তালা উপজেলা শ্রমিকলীগ সভাপতি সূর্য্যকান্ত পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সরুলীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশ্বাস আতিয়ার রহমান, প্রভাষক আব্দুল গফুর মোড়ল, এরশাদ আলী, আ.লীগ নেতা মনোরঞ্জন বিশ্বাস, পাটকেলঘাটা থানা শ্রমিকলীগ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক বাবলুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সালাউদ্দীন বিশ্বাস, সাধারন সম্পাদক হামিদুল মোড়ল, সরুলীয় ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কামাল পারভেজ ও সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা মিলন বিশ্বাস প্রমুখসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
//বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(8)