ফলেয়া চাঁদকাটি অগ্রনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র দাস জানান, বিদ্যালয় চত্বরে প্রায় ২ বছর পূর্বে প্রায় অর্ধশত আকাশমনি গাছ রোপন করা হয়। এদের মধ্যে ২০টি গাছ শনিবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা কেটে সাবাড় করে। রবিবার সকালে স্কুলে আসার পর গাছ কাটার বিষয়টি জানাজাািন হয়। তবে কি কারনে বা কারা এই গাছগুলো কেটে দিয়েছে তা’ জানা যায়নি। বিষয়টি প্রাথমিক ভাবে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটিরি সভা করে গাছ কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(13)