উপকারভোগী ২৬১ শিক্ষার্থী জাগরনী চক্র ফাউন্ডেশন তালা এরিয়া অফিসের আওতায় ঋন কর্মসূচীর সুবিধাভোগী পরিবারের সন্তান।
বুধবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বোর্ড ফি প্রদান এবং শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাগরনী চক্র ফাউন্ডেশন সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন জাগরনী চক্র ফাউন্ডেশন তালা এরিয়া ম্যানেজার মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তালা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামসুর রহমান, প্রভাষক নন্দী দিপংকর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ শফিউল্লাহ, জাগরনী চক্র ফাউন্ডেশন তালা ব্যাঞ্চ ব্যাবস্থাপক ডি. এম. ইদ্রীস আলী, ফাউন্ডেশনের কর্মকর্তা ষ্টিফেন দেউড়ি, বাসুদেব দাস, মহানন্দ দাস, হাবীবুর রহমান, কৃতি শিক্ষার্থী ইলিয়াস হোসেন, মুমতাহীনা মীম ও চৈতালী রায় প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ২৬১ জন শিক্ষাথীদের মধ্যে বৃত্তি বাবদ ৩৯ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা এবং বোর্ড ফি বাবাদ ২২২ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ১হাজার ১০ টাকা প্রদান করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(7)