জাতীয় ছাত্রসমাজ এর তালা উপজেলা নেতা বি.এম. আল আমীন হুসাইন শুভ এর দাদী সুকজান বিবি (৯৭) সোমবার দুপুর আড়াইটার দিকে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি……রাজেউন)। সুকজান বিবি দীর্ঘদিন দরে বাধ্যর্কজনিত নানান অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকালে পরানপুর গ্রামের নিজ বাড়ি এলাকায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, আত্বীয় স্বজনসহ জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা জেলা ছাত্রসমাজ’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রসমাজ নেতা বি. এম. আল আমীন হুসাইন শুভ এর দাদীর মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে ছাত্রসমাজের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতি প্রদানকারীরা হচ্ছেন, তালার কৃত্বি সন্তান জাতীয় ছাত্রসমাজ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোড়ল জিয়াউর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ সুজন, সদস্য সচিব এস. এম. আকরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক বি. এম. জুলফিকার রায়হান, নজরুল ইসলাম রাজু, শাহিনুর রহমান, তালা উপজেলা ছাত্রসমাজ নেতা প্রতাপ চট্টপধ্যায়, শাহাজাহান কবির শায়ন, শামীম, হাসান আলী বাচ্চু, কাজী জীবন, সোহাগ হোসেন, বাবলুর রহমান, বাবু, আসাদ, ইস্রাফিল, রাজু, সুজন, সৌরভ, জসিম, বিল্লাল, মঞ্জুরুল, জাহিদুল, মাইনুল, মোমিন, আনারুল, অমিত ও অচিন্ত্য প্রমুখ।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(0)