তালা প্রতিনিধিঃ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) সকালে তালা ডাকবাংলা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে, ডাকবাংলা চত্বরে কেক কর্তন শেষে আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট জিল্লুর রহমান, কাজী কাশেম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এস.এম. জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, বি. এম. জুলফিকার রায়হান, মো. হাশেম আলী, মো. আজিজুর রহমান, মো. জামাল উদ্দীন, মো. আবুল হাসান শেখ, আবুল বাশার, প্রভাষক মো. আবুবক্কর, মো. নুরুল ইসলাম মোল্ল্যা, এম.এ আজিজ, আবুল হোসেন মোল্যা, জাতীয় যুব সংহতীর সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি প্রভাষক মো. কামরুল ইসলাম, যুবসংহতি নেতা লিটন হুসাইন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, ছাত্রনেতা এস.এম. হাসান আলী বাচ্চু, রিয়াদ হোসেন, সাগর মোড়ল, নাজমুল হুসাইন, উপজেলা সেচ্ছাসেবক পার্টির নেতা বিএম বাবলুর রহমান, জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মো. আবু হায়াত নিকারী ও জাতীয় মহিলা পাটির নেত্রী কাজী রেহেনা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় তালা উপজেলার ১২টি ইউনিয়ন জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্রসমাজ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ’র আদর্শে অনুপ্রানিত হয়ে বিভিন্ন সংগঠন থেকে ১০জন নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। সভা শেষে পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মাদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মো. তাওহিদুর রহমান।
(3)