তালার ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাসের ভোগ-দখলীয় জমি প্রতারনা ও জোরপূর্বক ভাবে ভূমিদস্যুরা দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার গোপালপুর গ্রামের ভূমিদস্যু কালিপদ বিশ্বাস ও তার পুত্ররা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাসের জমির একাংশ জোর দখল করছে। দরিদ্র মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী সরকারের কাছ প্রায় ৩০বছর পূর্বে এই জমি স্থায়ী বন্দোবাস্ত পেয়ে ভোগদখলে রয়েছে।
এঘটনায় তালা থানায় অভিযোগ করা হলেও ভূমিদস্যুরা পুলিশকে অবমাননা করে দখল অব্যাহত রেখেছে।
উপজেলার শিবপুর গ্রামের মৃত হাজের আলী বিশ্বাসের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস (লাল মুক্তি বার্তা নং : ০৪০৪০৬০১৯৯) জানান, ব্যক্তিগত জমি জমা না থাকার কারনে ০৮/০৮/১৯৮৯ সালে সরকার বাহাদুর ইসলামকাটী সাব রেজিষ্ট্রি অফিসের ৩৮৮৫ নং দলিলমূলে মাঝিয়াড়া মৌজার ৯০ নং জে.এল এর সাবেক ১৭০১, বর্তমান ৩০১৩ দাগের ৩৩শতক খাস জমি ৯৯বছরের জন্য স্থায়ী বন্দোবাস্ত প্রদান করেন।
সেই থেকে অদ্যবদী উক্ত জমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী ভোগ-দখল করছেন। এছাড়া বিধি মোতাবেক প্রাপ্ত জমির নামপত্তন সম্পাদন করে বর্তমান সেটেলমেন্ট জরিপে নিজ নামে রেকর্ড পূর্বক সরকারকে নিয়োমিত খাজনা প্রদান করে আসছেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী আরও জানান, মাঝিয়াড়া গ্রামে কপোতাক্ষ নদের পার্শ্বে বন্দোবাস্ত পাওয়া উক্ত জমির পাশে গোপালপুর গ্রামের ভূমিদস্যু কালিপদ বিশ্বাস এর জমি রয়েছে। এই সুযোগে কালীপদ বিশ্বাস তার দস্যু পুত্র রবীন্দ্র নাথ প্রতারনা করে প্রতিনিয়ত জমির সিমানা (আইল) সরিয়ে দিয়ে নতুন করে আইল তৈরি করে মোহাম্মাদ আলী জমির পশ্চিম পাশের একাংশ দখল করে নিয়েছে।
এঘটনার প্রতিবাদ সহ জমির সঠিক সিমানা উদ্ধার করতে গেলে কালীপদ ও তার পুত্র নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি মোহাম্মাদ আলী এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে আমিন দিয়ে ৪বার উক্ত জমির সিমানা নির্ধারন করলেও কালীপদ সিমানা থেকে পিলার চুরি করে উপড়ে ফেলে দিয়েছে।
এঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী ২ দফায় তালা থানায় অভিযোগ করলেও ভূমিদস্যু কালীপদ বিশ্বাস গং থানা পুলিশকে তোয়াক্কা না করে জমি জোরদখল করে যাচ্ছে।
এছাড়া দীর্ঘদিন ধরে কালীপদ গং মোহাম্মাদ আলী ভোগ-দখলীকার জমির অন্য অংশের ফসল চুরি সহ ক্ষতিসাধন করে আসছে। বর্তমানে কালীপদ গং মোহাম্মাদ আলীকে প্রশাসনিক হয়রানী এবং সন্ত্রাস দিয়ে ক্ষতি করার হুমকি দিচ্ছে বলে- অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(6)