রোববার সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এই ওয়ার্কশপ ও সনদপত্র বিতরন করা হয়।
দলিত এর টিপসি প্রকল্পের আওতায় উক্ত কর্মশালায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন।
সভায় সভাপতিত্ব করেন দলিত’র টিপসি প্রকল্পের তালা শাখা ব্যাবস্থাপক দেবব্রত বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের প্রভাষক জয়দেব কুমার ঘোষ, তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান।
ওয়ার্কশপে দলিত কর্মকর্তা শাওন সাহা, রীনা দাশ, সমির দাশ, অর্জুন কুমার, উত্তম কুমার এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দাতা সংস্থা সানজিনো-ইটালী উক্ত কর্মশালা বাস্তবায়নে সহযোগীতা প্রদান করেন।
কর্মশালা শেষে দলিত সংস্থা থেকে কম্পিউটারের উপর ৬ মাসের প্রশিক্ষন সফলভাবে সম্পন্ন করা ৪০জন শিক্ষার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-ঢাকা কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করা হয়।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)