মঙ্গলবার দুুপর ১২টায় তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক সভার মাধ্যমে এই উপবৃত্তি প্রদান করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উপবৃত্তি প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন, দলিত এর টিপসি প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান।
দাতা সংস্থা সানজিনো-ইটালী এর সহযোগীতায় এবং দলিত তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সিডিও অর্জুন কুমার দাশ।
এসময় অন্যান্যের মধ্যে দলিত হিসাব রক্ষক রীনা দাশ, কম্পিউটার প্রশিক্ষক শাওন সাহা, সমীর দাশ, উপকারভোগী ছাত্রী শৈব্যা মন্ডল, ক্ষমা দেবনাথ, জাহিদা খাতুন, পম্পা দাশ, মৌমিতা রায়, তমালিকা সরকার, রূপালী দাশ, নন্দিনী দাশ ও শেফালী দাশ প্রমুখ বক্তৃতা করেন।
উপবৃত্তি পাওয়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১২০ জন ছাত্রীর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি সংস্থা দলিত টিপসি প্রকল্পের আওতায় তালা উপজেলায় বিগত ১৮ মাস যাবত এই উপবৃত্তি প্রদান করে যাচ্ছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(4)